Skip to main content
Date of Publication: [ ১ সেপ্টেম্বর, ২০২৫ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং মহামান্য রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০১৬ সনের ৩১ নং আইনের সংশোধন

২। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) এর- (ক) পূর্ণাঙ্গ শিরোনাম এবং প্রস্তাবনাসহ সর্বত্র উল্লিখিত “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি” শব্দগুলির পরিবর্তে “ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “Gazipur Digital University” শব্দগুলির পরিবর্তে “University of Frontier Technology, Bangladesh” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।

বিশেষ বিধান

৩। এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ এর অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি” শব্দগুলির পরিবর্তে “ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ” শব্দগুলি ও কমা এবং “Gazipur Digital University” শব্দগুলির পরিবর্তে “University of Frontier Technology, Bangladesh” শব্দগুলি ও কমা, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।
Click here to see the original act on the Bangladesh Legal Database.