Date of Publication: [ ফেব্রুয়ারি ২০, ২০১২ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে Public Servants (Retirement) Act, 1974 (Act No. XII of 1974) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ─

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন Public Servants (Retirement) (Amendment) Act, 2012 নামে অভিহিত হইবে।(২) ইহা ২৬ ডিসেম্বর, ২০১১ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Act No. XII of 1974 এর Section 4 এর সংশোধন

২। Public Servants (Retirement) Act, 1974 (Act No. XII of 1974) এর Section 4 এ উল্লিখিত ””fifty-seventh year” শব্দগুলির পরিবর্তে ””fifty-ninth year” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৩। (১) Public Servants (Retirement) (Amendment) Ordinance, 2011 (২০১১ সনের ৩ নং অধ্যাদেশ), এতদ্‌দ্বারা রহিত করা হইল।(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত সকল কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.