যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে Public Servants (Retirement) Act, 1974 (Act No. XII of 1974) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ─
২। Public Servants (Retirement) Act, 1974 (Act No. XII of 1974) এর Section 4 এ উল্লিখিত ””fifty-seventh year” শব্দগুলির পরিবর্তে ””fifty-ninth year” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
৩। (১) Public Servants (Retirement) (Amendment) Ordinance, 2011 (২০১১ সনের ৩ নং অধ্যাদেশ), এতদ্দ্বারা রহিত করা হইল।(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত সকল কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।