Preamble
যেহেতু ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১২ নামে অভিহিত হইবে।(২) ইহা ১৭ আষাঢ়, ১৪১৯ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১২ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।২০১২-২০১৩ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৩৫৯৯,৬৫,৫০,০০০ (দুই লক্ষ তিরাশি হাজার পাচঁশত নিরানব্বই কোটি পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান
২। ২০১৩ সনের ৩০ শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ২৮৩৫৯৯,৬৫,৫০,০০০ (দুই লক্ষ তিরাশি হাজার পাচঁশত নিরানব্বই কোটি পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.