Preamble
যেহেতু কর-ন্যায়পাল আইন, ২০০৫ ( ২০০৫ সনের ১৯ নং আইন ) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন কর-ন্যায়পাল (রহিতকরণ ) আইন, ২০১১ নামে অভিহিত হইবে ।(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণ ও হেফাজত
২। (১) কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল ।(২) উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও –(ক) উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সকল প্রকার সম্পদ (যদি থাকে ), দলিল-দস্তাবেজ, ইত্যাদি সরকারের অনুকূলে ন্যস্ত হইবে ;(খ) উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল দায়-দেনা (যদি থাকে) সরকারের উপর বর্তাইবে ;(গ) উহার অধীন দায়েরকৃত সকল অনিষ্পন্ন অভিযোগ, তদন্ত ও সাক্ষ্য, ইত্যাদি যদি থকে, বাতিল (abate) হইবে; এবংঘ) কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মরত কর্মচারীগণ Surplus Public Servants Absorption Ordinance,1985 (Ordinance No. XXIV of 1985) অনুসারে উদ্বৃত্ত হিসাবে ঘোষিত হইবেন এবং বিধি মোতাবেক আত্মীকৃত হইবেন ।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.