সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন৷
“S০৩২ | S০৩২.০০ | কনসালটেন্সী ফার্ম ও সুপারভাইজরী ফার্ম: |
ব্যাখ্যা**:** “কনসালটেন্সী ফার্ম বা সুপারভাইজরী ফার্ম” অর্থ পণের বিনিময়ে যে কোন পরামর্শক-সেবা প্রদানে নিয়োজিত কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি কোন সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়ন বা পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন অথবা উহা বাস্তবায়নের তদারকি করেন৷ |
S০৩৩ | S০৩৩.০০ | ইজারাদার**:** ব্যাখ্যা**:** “ইজারাদার” অর্থ পণের বিনিময়ে কোন স্থান বা স্থাপনার অথবা কোন স্থাবর সম্পত্তি বা কোন স্থানে প্রবেশাধিকারের ইজারা গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৩৪ | S০৩৪.০০ | অডিটএন্ডএ্যাকাউন্টিংফার্ম**:** ব্যাখ্যা**:** “অডিট এন্ড এ্যাকাউন্টিং ফার্ম” অর্থ পণের বিনিময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বা কোন নির্দিষ্ট মেয়াদের আয়-ব্যয় নিরীক্ষা অথবা হিসাব পরীক্ষা বা সংরক্ষণের কাজে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৩৫ | S০৩৫.০০ | শিপিংএজেন্ট**:** ব্যাখ্যা**:** “শিপিং এজেন্ট” অর্থ Customs Act, 1969 এর ধারা ২ এ সংজ্ঞায়িত Conveyance-এর আগমন, অবস্থান ও প্রস্থানে সংশ্লিষ্ট ব্যবসায় পরিচালনাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা এবং কোন বিদেশী শিপিং লাইনের স্থানীয় এজেন্ট ইহার অন্তর্ভুক্ত হইবে৷”; |
(২১) তৃতীয় তফসিলের পরিবর্তে এই বিলের দ্বিতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে৷ |