সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন৷
“S০১০ | S০১০.০০ | ভূমিউন্নয়নসংস্থাওভবননির্মাণসংস্থা : | |
S০১০.১০ | ভূমিউন্নয়নসংস্থা : | ||
ব্যাখ্যা: “ভূমি উন্নয়ন সংস্থা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়কৃত বা অন্য যে কোন উপায়ে প্রাপ্ত ভূমির বাণিজ্যিক উদ্দেশ্যে উন্নয়ন সাধন বা চুক্তির মাধ্যমে ভূমির উন্নয়ন সাধনপূর্বক ইজারার মাধ্যমে বা প্রকারান্তরে পণের বিনিময়ে উক্ত উন্নয়নকৃত ভূমি বিক্রয় বা হস্তান্তরকার্যে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০১০.২০ | ভবন নির্মাণ সংস্থা : ব্যাখ্যা: “ভবন নির্মাণ সংস্থা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়কৃত বা অন্য যে কোন উপায়ে প্রাপ্ত ভূমির উপর ভবন নির্মাণপূর্বক ইজারার মাধ্যমে বা প্রকারান্তরে পণের বিনিময়ে বাণিজ্যিক ভিত্তিতে উক্ত নির্মিত ভবন বিক্রয় অথবা হস্তান্তরকার্যে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”; |
(গ) শিরোনামা সংখ্যা S০১২ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রি সমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রি সমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- | ||
“S০১২ | S০১২.০০ | টেলিফোন**,** টেলিপ্রিন্টার**,** টেলেক্স**,** ফ্যাক্সবাইন্টারনেটসংস্থা : ব্যাখ্যা: “টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা” অর্থ টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট এর মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে যোগাযোগ স্থাপন, তথ্য বা উপাত্ত আদান-প্রদানের ব্যবস্থাকারী কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”; |
(ঘ) শিরোনামা সংখ্যা S০৩৫ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রি সমূহের পর নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা:- | ||
“S০৩৬ | S০৩৬.০০ | এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস এয়ারকন্ডিশন্ড লঞ্চ সার্ভিস: |
S০৩৬.১০ | এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস: ব্যাখ্যা: “এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এয়ারকন্ডিশন্ড বা শীতাতপ নিয়ন্ত্রিত বাস, মিনিবাস বা কোস্টারের মাধ্যমে আন্তঃজেলা যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷ |
S০৩৬.২০ | এয়ারকন্ডিশন্ড লঞ্চ সার্ভিস: ব্যাখ্যা: “এয়ারকন্ডিশন্ড লঞ্চ সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক এয়ারকন্ডিশন্ড কেবিন বা কক্ষবিশিষ্ট লঞ্চ বা স্টীমারের মাধ্যমে আন্তঃজেলা যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷ | |
S০৩৭ | S০৩৭.০০ | যোগানদার (**Procurement Provider**) : ব্যাখ্যা**:** “যোগানদার” অর্থ কোটেশন বা দরপত্রের বিপরীতে বিভিন্ন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা লিমিটেড কোম্পানীর নিকট পণের বিনিময়ে মূল্য সংযোজন কর আরোপণযোগ্য পণ্য সরবরাহ করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৩৮ | S০৩৮.০০ | বিদেশীশিল্পীসহযোগেবিনোদনমূলকসাংস্কৃতিকঅনুষ্ঠানআয়োজক**:** ব্যাখ্যা**:** “বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক” অর্থ পণ বা সম্মানীর বিনিময়ে বাংলাদেশের নাগরিক নহেন এমন কোন শিল্পী অথবা বাংলাদেশের নাগরিক নহেন এমন কোন শিল্পী সমন্বয়ে গঠিত কোন শিল্পী গোষ্ঠী বা শিল্পী সংস্থা সহযোগে নৃত্য, সংগীত, ব্যাণ্ড শো, কনসার্ট বা অন্য যে কোন নামের বা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, জলসা বা শো আয়োজন করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৩৯ | S০৩৯.০০ | স্যাটেলাইটকেবলঅপারেটর**:** ব্যাখ্যা**:** “স্যাটেলাইট কেবল অপারেটর” অর্থ ডিশ এন্টেনা বা অন্য কোন মাধ্যমে স্যাটেলাইট প্রোগ্রাম গ্রহণ পূর্বক তাহা কেবল্ বা তারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে অফিস, বাড়ি, ব্যবসায়স্থল বা অন্য কোন স্থানে বা অংগনে সংযোগদান করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”; |
(১৫) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে৷ |