সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন৷
“S০২৯ | S০২৯.০০ | চিকিত্সা প্রতিষ্ঠান ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরী: |
S০২৯.১০ | চিকিত্সা প্রতিষ্ঠান: | |
ব্যাখ্যা: “চিকিত্সা প্রতিষ্ঠান” অর্থ | ||
(১) এমন কোন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেখানে কোন মানুষের দৈহিক বা মানসিক বিষয়ের চিকিত্সার নিমিত্ত ব্যবস্থাপত্র, পরামর্শ বা প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয় এবং উপরি-উক্ত এক বা একাধিক সেবা প্রদানের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় এবং উহার বিনিময়ে ব্যবসায়িক ভিত্তিতে বা মুনাফা অর্জনের লক্ষ্যে সেবা মূল্য আদায় করা হয়; এবং | ||
(২) যে কোন দন্ত চিকিত্সা কেন্দ্র, উহাতে অস্থায়ী আবাসনের ব্যবস্থা থাকুক কিংবা না থাকুক: | ||
তবে শর্ত থাকে যে, যেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থায় বিনা মূল্যে বা দাতব্য ভিত্তিতে বা নাম মাত্র মূল্যের বিনিময়ে উপরিউক্ত কোন সেবা প্রদান বা আবাসনের ব্যবস্থা করা হয় সেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা এই সংজ্ঞার আওতাবহির্ভূত হইবে৷ | ||
S০২৯.২০ | প্যাথলজিক্যালল্যাবরেটরী**:** | |
ব্যাখ্যা**:** “প্যাথলজিক্যাল ল্যাবরেটরী” অর্থ এমন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেখানে বাণিজ্যিক ভিত্তিতে আলট্রাসনিক পদ্ধতিতে বা ইলেট্রনিক স্ক্যানিং এর মাধ্যমে বা অন্য যে কোন প্রক্রিয়ায় যে কোন শারীরবৃত্তীয় বা রোগ সম্পর্কিত পরীক্ষা সম্পন্ন করা হয়৷” |
(ঘ) শিরোনামা সংখ্যা S০৩৯.০০ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রি সমূহের পর নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রি সমূহ সন্নিবেশিত হইবে, যথা: |
S০৪০ | S০৪০.০০ | সিকিউরিটিসার্ভিস**:** |
ব্যাখ্যা**:** “সিকিউরিটি সার্ভিস” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে যে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি, ভবন, কমপ্লেক্স, অংগন, অফিস বা অন্য যে কোন ধরনের স্থাপনার বা কোন ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা বিধানের জন্য প্রহরী, কর্মী, জনবল বা যন্ত্রপাতি সরবরাহ কাজে নিয়োজিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান৷ |
S০৪১ | S০৪১.০০ | শীতাতপনিয়ন্ত্রিতপোশাকবিক্রয়কেন্দ্র**:** |
ব্যাখ্যা**:** “শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক বিক্রয়কেন্দ্র” অর্থ এমন শীতাতপ নিয়ন্ত্রিত স্থান যেখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান শাড়ীসহ যে কোন ধরনের তৈরী পোশাক পণের বিনিময়ে বিক্রয় করিয়া থাকেন অথবা বিক্রয়ের লক্ষ্যে প্রদর্শন করেন৷ | ||
S০৪২ | S০৪২.০০ | স্বয়ংক্রিয়বাযন্ত্রচালিতকরাতকল**:** |
ব্যাখ্যা**:** “স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল” অর্থ স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাত কল যাহার দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পণের বিনিময়ে গাছ, গাছের কান্ড বা গুড়ি বা শাখা প্রশাখা চেরাই কিংবা যে কোন ধরনের কাঠ কর্তন, চেরাই, মসৃণ করার কাজ করিয়া থাকেন; এবং কাঠ সিজনিং প্লান্টও ইহার অন্তর্ভুক্ত হইবে৷ | ||
S০৪৩ | S০৪৩.০০ | ট্রেডসার্ভিস**:** |
ব্যাখ্যা**:** “ট্রেড সার্ভিস” অর্থ এমন কোন প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি যাহা বা যিনি আমদানিকৃত বা দেশে উত্পাদিত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণের বিনিময়ে উক্ত পণ্য পাইকারীভাবে (Wholesale) বিক্রয়, বিনিময় বা হস্তান্তর করেন৷”; | ||
(১৫) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের চতুর্থ তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে৷ |