সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন৷
“S০০১.২০ | রেস্ত্মোরাঁ**:** ব্যাখ্যা**:** “রেস্ত্মোরাঁ” অর্থ কোন ক্লাবসহ এমন কোন প্রতিষ্ঠান, সংস্থা বা স্থান যেখানে অথবা যে কোন নামে অভিহিত অন্য কোন সেবা, সুবিধা বা উপযোগীতা প্রদান করা হউক বা না হউক, উহাতে বা অন্যত্র ভোগের উদ্দেশ্যে কোন খাদ্য বা পানীয় বিক্রয় করা হয় এবং ফ্লোর শো প্রদর্শনকারী প্রতিষ্ঠানসহ যান্ত্রিক যানে পরিচালিত মোবাইল রেস্ত্মোরাঁও ইহার অন্ত্মর্ভুক্ত হইবে৷”; |
(খ) শিরোনামা সংখ্যা S০০৫ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- |
“S০০৫ | S০০৫.০০ | পণ্যাগার**:** ব্যাখ্যা**:** “পণ্যাগার” অর্থ এমন কোন উন্মুক্ত বা অন্যবিধ স্থান যেখানে স্থানীয়ভাবে উত্পাদিত, আমদানীকৃত বা রপ্তানীযোগ্য বা অন্য যে কোন পণ্য পণের বিনিময়ে বা প্রকারান্ত্মরে মজুদ বা সংরতগণের ব্যবস্থা করা হয়; উক্তরূপ যে কোন পণ্য মজুদ বা সংরতগণের সহায়ক প্রত্যতগ ও পরোতগ সকল প্রস্তুতিমূলক কর্মকাণ্ডসহ মজুদকৃত অথবা সংরতিগত উক্তরূপ কোন পণ্যের নিষ্পত্তি বিষয়ক সকল কর্মকাণ্ডও এই সেবার অন্ত্মর্ভুক্ত হইবে৷”; |
(গ) শিরোনামা সংখ্যা S০১৫ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- |
“S০১৫ | S০১৫.০০ | ফ্রেইট**ফরোয়ার্ডার্স**এবং**ক্লিয়ারিং**ও**ফরোয়ার্ডিং**সংস্থা**:** |
S০১৫.১০ | ফ্রেইট**ফরোয়ার্ডার্স** ব্যাখ্যা**:** “ফ্রেইট ফরোয়ার্ডার্স” অর্থ পণের বিনিময়ে পণ্য মোড়কজাতকরণ বা অন্যের দ্বারা মোড়কজাতকৃত বা মোড়কজাতকরণ ব্যতীত কোন পণ্য বুকিং এর মাধ্যমে গন্ত্মব্যস্থলে প্রেরণের জন্য বাণিজ্যিক ভিত্তিতে পরিবহন ব্যবসা সংক্রান্ত্ম কার্য সম্পাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ | |
S০১৫.২০ | ক্লিয়ারিং**ও**ফরোয়ার্ডিং**সংস্থা** ব্যাখ্যা**:** “ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা” অর্থ বিদেশ হইতে আমদানীকৃত বা বিদেশে রপ্তানীযোগ্য কোন পণ্য পণের বিনিময়ে বা খোদ খালাসী (Self clearance) এর উদ্দেশ্যে শুল্ক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লতেগ্য Customs Act, 1969 (IV of 1969) এর Section 207 এর অধীন লাইসেন্স প্রাপ্ত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”; |
(ঘ) শিরোনামা সংখ্যা S০২৭ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- |
“S০২৭ | S০২৭.০০ | বীমা**কোম্পানী**: ব্যাখ্যা**:** “বীমা কোম্পানী” অর্থ অগ্নি, নৌ, বিমান, মটর, স্বাস্থ্যগত দুর্ঘটনা সহ অন্যান্য যে কোন দুর্ঘটনার তেগত্রে বীমা পলিসি (জীবন বীমা পলিসি ব্যতীত) এর মাধ্যমে তগতিপূরণ ব্যবস্থা সংক্রান্ত্ম ব্যবসা পরিচালনায় নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”; |
(ঙ) শিরোনামা সংখ্যা S০২৯ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- |
“S০২৯ | S০২৯.০০ | চিকিত্সা**প্রতিষ্ঠান**, দন্ত্ম**চিকিত্সা**কেন্দ্র**এবং**প্যাথলজিক্যাল**ল্যাবরেটরী**: |
S০২৯.১০ | চিকিত্সা**প্রতিষ্ঠান**: ব্যাখ্যা**:** “চিকিত্সা প্রতিষ্ঠান” অর্থ এমন কোন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেখানে কোন মানুষের দৈহিক বা মানসিক বিষয়ের চিকিত্সার নিমিত্ত ব্যবস্থাপত্র, পরামর্শ বা প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীতগা করা হয় এবং উপরিউক্ত এক বা একাধিক সেবা প্রদানের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় এবং উহার বিনিময়ে ব্যবসায়িক ভিত্তিতে বা মুনাফা অর্জনের লতেগ্য সেবা মূল্য আদায় করা হয়; | |
তবে শর্ত থাকে যে, যেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থায় বিনা মূল্যে বা দাতব্য ভিত্তিতে বা নামমাত্র মূল্যের বিনিময়ে উপরি-উক্ত কোন সেবা প্রদান বা আবাসনের ব্যবস্থা করা হয় সেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা এই সংজ্ঞার আওতাবহির্ভূত হইবে৷ | ||
S০২৯.২০ | দন্ত্ম**চিকিত্সা**কেন্দ্র**:** ব্যাখ্যা**:** “দন্ত্ম চিকিত্সা কেন্দ্র” অর্থ এমন কোন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেখানে অস্থায়ী আবাসনের ব্যবস্থা থাকুক বা না থাকুক, ব্যবসায়িক ভিত্তিতে বা মুনাফা অর্জনের লতেগ্য দন্ত্ম বিষয়ক যে কোন ধরণের চিকিত্সার ব্যবস্থা করা হয়; তবে শর্ত থাকে যে, যে সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা বিনা মূল্যে বা দাতব্য ভিত্তিতে বা নামমাত্র মূল্যের বিনিময়ে উপরি-উক্ত কোন সেবা প্রদান বা আবাসনের ব্যবস্থা করা হয় সেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা এই সংজ্ঞার আওতাবহির্ভূত হইবে৷ |
S০২৯.৩০ | প্যাথলজিক্যাল**ল্যাবরেটরী**: ব্যাখ্যা**:** “প্যাথলজিক্যাল ল্যাবরেটরী” অর্থ এমন কোন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেখানে বাণিজ্যিক ভিত্তিতে আলট্রাসনিক পদ্ধতিতে বা ইলেক্ট্রনিক স্ক্যানিং এর মাধ্যমে বা অন্য যে কোন প্রক্রিয়ায় যে কোন শারীরবৃত্তীয় বা রোগ সম্পর্কিত পরীতগা নিরীতগা সম্পন্ন করা হয়৷”; |
(চ) শিরোনামা সংখ্যা S০৩৬ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- |
“S০৩৬ | S০৩৬.০০ | শীতাতপ**নিয়ন্ত্রিত**/**তাপানুকুল**বাস**,** লঞ্চ**ও**রেলওয়ে**সার্ভিসঃ** |
S০৩৬.১০ | শীতাতপ**নিয়ন্ত্রিত**/**তাপানুকুল**বাস**সার্ভিস**: ব্যাখ্যা**:** “শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল বাস সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল বাস, মিনিবাস বা কোষ্টারের মাধ্যমে আন্ত্মঃজেলা যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷ | |
S০৩৬.২০ | শীতাতপ**নিয়ন্ত্রিত**/**তাপানুকুল**লঞ্চ**সার্ভিস**: ব্যাখ্যা**:** “শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল লঞ্চ সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল কেবিন বা কতগ বিশিষ্ট লঞ্চ বা ষ্টীমারের মাধ্যমে যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷ | |
S০৩৬.৩০ | শীতাতপ**নিয়ন্ত্রিত**/**তাপানুকুল**রেলওয়ে**সার্ভিস**: ব্যাখ্যা**:** “শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল রেলওয়ে সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল কেবিন বা কতগ বিশিষ্ট ট্রেনের মাধ্যমে যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷”; |
(ছ) শিরোনামা সংখ্যা S০৩৭ এর বিপরীতে তৃতীয় কলামে বর্ণিত ব্যাখ্যায় “মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য” শব্দগুলির পরিবর্তে “মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য বা সেবা বা উভয়ই” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; |
(জ) শিরোনামা সংখ্যা S০৩৯ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে:- |
“S০৩৯ | S০৩৯.০০ | স্যাটেলাইট**ক্যাবল**অপারেটর**ও**স্যাটেলাইট**চ্যানেল**ডিস্ট্রিবিউটর**:** |
S০৩৯.১০ | স্যাটেলাইট**ক্যাবল**অপারেটর**:** ব্যাখ্যা**:** “স্যাটেলাইট ক্যাবল অপারেটর” অর্থ ডিশ এন্টেনা বা অন্য কোন মাধ্যমে স্যাটেলাইট প্রোগ্রাম গ্রহণ পূর্বক তাহা ক্যাবল বা তারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে অফিস, বাড়ী, ব্যবসাস্থল, অন্য কোন স্থানে বা অঙ্গনে সংযোগদান করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ | |
S০৩৯.২০ | স্যাটেলাইট**চ্যানেল**ডিস্ট্রিবিউটর**:** ব্যাখ্যা**:** “স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর” অর্থ ডিশ এন্টেনা বা অন্য কোন মাধ্যমে স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রোগ্রাম গ্রহণ পূর্বক তা ক্যাবল্ বা অন্য কোন মাধ্যমে স্যাটেলাইট ক্যাবল অপারেটর, অন্য কোন ব্যক্তি বা সংস্থাকে পণের বিনিময়ে সংযোগদান করেন, উক্তরূপ প্রোগ্রাম ধারনের স্বত্ত্ব বা অধিকার প্রদান করেন অথবা যান্ত্রিক সংযোগ দ্বারা উক্তরূপ প্রোগ্রাম দর্শন বা প্রচারের অনুমতি প্রদান করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, যিনি বাংলাদেশে মূল চ্যানেল মালিকের প্রতিনিধিত্ব করেন৷”; |
(ঝ) শিরোনামা সংখ্যা S০৪১ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- |
“S০৪১ | S০৪১.০০ | তৈরী**পোশাক**বিক্রয়**কেন্দ্র**: ব্যাখ্যা**:** “তৈরী পোশাক বিক্রয় কেন্দ্র” অর্থ এমন কোন স্থান যেখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান শাড়ীসহ যেকোন ধরনের তৈরী পোশাক পণের বিনিময়ে বিক্রয় করিয়া থাকেন অথবা বিক্রয়ের লতেগ্য প্রদর্শন করেন৷”; |
(ঞ) শিরোনামা সংখ্যা S০৪৩ এর বিপরীতে তৃতীয় কলামে বর্ণিত ব্যাখ্যায় “দেশে উত্পাদিত” শব্দগুলির পরে “মূল্য সংযোজন কর আরোপযোগ্য” শব্দগুলি সন্নিবেশিত হইবে; |
(ট) শিরোনামা সংখ্যা S০৪৩ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামে বর্ণিত এন্ট্রিসমূহের পর নিম্নবর্ণিত শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা:- |
“S০৪৪ | S০৪৪.০০ | বিশেষজ্ঞ**ডাক্তার**: ব্যাখ্যা**:** “বিশেষজ্ঞ ডাক্তার” অর্থ চিকিত্সা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও পোষ্টগ্রাজুয়েট ডিগ্রীধারী যেমনঃ মেডিসিন, সার্জারী, গাইনোকোলজী ও অবস্টেট্রিক্স, নিউরোসার্জারী, নিউরোমেডিসিন, নাক, কান ও গলা, চতগু, গ্যাস্ট্রোএন্টারোলজী, ইউরোলজী, কার্ডিওলজী, ফিজিওথেরাপী, সাইকিয়াট্রিসহ অন্য যে কোন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার যিনি এক বা একাধিক জুনিয়র ডাক্তার সহযোগে পণের বিনিময়ে রোগীদের চিকিত্সা, ব্যবস্থাপত্র বা পরামর্শ প্রদান করেন৷ তবে শুধুমাত্র এম, বি, বি, এস ও সমমানের ডিগ্রীধারী ডাক্তারগণ বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে বিবেচিত হইবেন না৷ |
S০৪৫ | S০৪৫.০০ | আইন**পরামর্শক**: ব্যাখ্যা**:** “আইন পরামর্শক” অর্থ এমন কোন ব্যক্তি, আইনজীবি অথবা কতিপয় আইনজীবি সমন্বয়ে গঠিত যে কোন প্রতিষ্ঠান, যিনি একাধিক জুনিয়র আইনজীবি সহযোগে নিজস্ব বাসভবনে অথবা এক বা একাধিক জুনিয়র আইনজীবি সহযোগে অন্য কোথাও স্থাপিত চেম্বারে কোন ফৌজদারী বা দেওয়ানী মামলা অথবা অন্য কোন বিষয়ে পণের বিনিময়ে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে পরামর্শ প্রদানসহ প্রত্যতগ বা পরোতগভাবে উক্ত বিষয় সম্পর্কিত কার্য নির্বাহ করিয়া থাকেন৷ |
S০৪৬ | S০৪৬.০০ | হেলথ্**ক্লাব**ও**ফিটনেস**সেন্টার**:** ব্যাখ্যা**:** “হেলথ্ ক্লাব ও ফিটনেস সেন্টার” অর্থ এমন কোন স্থান (খোলা বা আবদ্ধ যাহাই হউক না কেন) যেখানে পণের বিনিময়ে শারীরিক সৌন্দর্য বৃদ্ধিকল্পে, শারীরিক গঠন ঠিক রাখার বা শারীরিক সমস্যা উপশমের উদ্দেশ্যে শরীরচর্চা করানো হয় অথবা যন্ত্রপাতি ও সুইমিংপুল ইত্যাদি ব্যবহারের সুযোগ দেয়া হয় অথবা উক্ত বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রশিতগণ প্রদান করা হয়৷ |
S০৪৭ | S০৪৭.০০ | খেলাধূলা**আয়োজক**: ব্যাখ্যা**:** “খেলাধূলা আয়োজক” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা যিনি, বাণিজ্যিক ভিত্তিতে জাতীয় বা আন্ত্মর্জাতিক পর্যায়ের প্রতিযোগীতামূলক খেলাধূলা প্রদর্শণার্থে দর্শকদের নিকট হইতে ফি, টিকেট মূল্য বা কোন প্রকার বিনিময় মূল্য গ্রহণ করেন৷ |
S০৪৮ | S০৪৮.০০ | পরিবহন ঠিকাদার: ব্যাখ্যা: “পরিবহন ঠিকাদার” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যারা বাণিজ্যিক ভিত্তিতে কোন সরকারী, আধাসরকারী সংস্থা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানী, এন, িজ,ও বা লিমিটেড কোম্পানী-তে তালিকাভুক্ত হউক বা না হউক, পণের বিনিময়ে মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য পরিবহন পূর্বক গন্ত্মব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব পালন করেন৷ |
S০৪৯ | S০৪৯.০০ | রেন্ট**-**এ**-**কার**সার্ভিস**: ব্যাখ্যা**:** “রেন্ট-এ-কার সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি পণের বিনিময়ে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে কার ও মাইক্রোবাস (ট্যাক্সী ক্যাব ব্যতীত) ভাড়া প্রদান করেন৷ |
S০৫০ | S০৫০.০০ | আর্কিটেক্ট**,** ইন্টেরিয়র**ডিজাইনার**বা**ইন্টেরিয়র**ডেকোরেটর**:** ব্যাখ্যা**:** “আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বাণিজ্যিক ভিত্তিতে, পণের বিনিময়ে বাসভবন, বাণিজ্যিক ভবন, অফিস, রাস্ত্মা, সেতু, কালভার্ট, স্মৃতি সৌধ, ভাষ্কর্য, ওভার ব্রিজ, ফ্লাইওভার, শিতগা প্রতিষ্ঠানসহ যে কোন ধরনের অবকাঠামো নির্মাণের নকশা প্রণয়ন ও প্রযোজ্য তেগত্রে যে কোন অবকাঠামোর ভিতরকার সৌন্দর্য বৃদ্ধিকল্পে ডিজাইন ও কষ্ট এস্টিমেট প্রণয়ন অথবা তাহা বাস্ত্মবায়ন করেন৷ অস্থায়ী ভিত্তিতে কোন ভবনের অংশবিশেষের স্ট্রাকচার বা ডিজাইন পরিবর্তন সংক্রান্ত্ম কার্যাদিও ইহার অন্ত্মর্ভুক্ত হইবে৷ |
S০৫১ | S০৫১.০০ | ইঞ্জিনিয়ারিং**ফার্ম**: ব্যাখ্যা**:** “ইঞ্জিনিয়ারিং ফার্ম” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি অথবা যারা বাণিজ্যিক ভিত্তিতে, নির্দিষ্ট চার্জ, ফি বা পণের বিনিময়ে ভবন, রাস্ত্মাঘাট, সেতু, কালভার্ট, স্মৃতি সৌধ, ভাষ্কর্য, ওভারব্রীজ, ফ্লাইওভার সহ যে কোন ধরণের অবকাঠামোগত ডিজাইন ও কষ্ট এস্টিমেট প্রণয়ন করেন অথবা উক্ত অবকাঠামোর নির্মাণ কাজ তদারকী বা বাস্তবায়ন করেন৷ |
S০৫২ | S০৫২.০০ | শব্দ**ও**আলোক**সরঞ্জাম**ভাড়া**প্রদানকারী**: ব্যাখ্যা**:** “শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে, পণের বিনিময়ে কোন সামাজিক, দাপ্তরিক, রাজনৈতিক বা যে কোন অনুষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে যে কোন ধরণের ইলেকট্রিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রনিক শব্দ সরঞ্জাম অথবা আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৫৩ | S০৫৩.০০ | বোর্ড**সভায়**যোগদানকারী**:** ব্যাখ্যা**:** “বোর্ড সভায় যোগদানকারী” অর্থ এমন কোন ব্যক্তি যিনি কোন সরকারী, আধাসরকারী, বেসরকারী (এনজিও), বাংলাদেশে অবস্থিত আন্ত্মর্জাতিক সংস্থা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা বা লিমিটেড কোম্পানীর বোর্ড/বার্ষিক সাধারণ সভায় ফি বা সম্মানীর বিনিময়ে যোগদান করিয়া থাকেন৷ |
S০৫৪ | S০৫৪.০০ | উপগ্রহ**চ্যানেলের**মাধ্যমে**বিজ্ঞাপন**প্রচারকারী**:** ব্যাখ্যা**:** “উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী” অর্থ এমন কোন উত্পাদনকারী বা সেবা প্রদানকারী যিনি তাহার প্রতিষ্ঠানে উত্পাদিত মূসক আরোপযোগ্য যে কোন পণ্য বা সেবার বিপণনের বা প্রচারনার উদ্দেশ্যে কোন বিজ্ঞাপন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন প্রস্তুতপূর্বক, পণের বিনিময়ে কোন জাতীয় বা আন্তর্জাতিক ভূ অথবা মহাকাশে স্থাপিত উপগ্রহ চ্যানেলের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করিয়া থাকেন৷ |
S০৫৫ | S০৫৫.০০ | ভূমি**বিক্রয়কারী**: ব্যাখ্যা**:** “ভূমি বিক্রয়কারী” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি মেট্রোপলিটন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর এলাকার মাষ্টারপস্ন্যানের আওতাভুক্ত এলাকায় অবস্থিত উত্তরাধিকার সূত্রে, ক্রয়সূত্রে বা অন্য যে কোন সূত্রে প্রাপ্ত ভূমি পণের বিনিময়ে অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নিকট নিজে বা অন্যের মাধ্যমে বিক্রয় করেন৷ তবে ভূমি উন্নয়ন সংস্থা এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবে না৷ |
S০৫৬ | S০৫৬.০০ | ঋণপত্র**সেবা**প্রদানকারী**:** ব্যাখ্যা**:** “ঋণপত্র সেবা প্রদানকারী” অর্থ কোন রাষ্ট্রায়ত্ত্ব, দেশীয় বা বিদেশী বাণিজ্যিক ব্যাংক অথবা কোন আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থা যিনি কমিশন, ফি বা চার্জের বিনিময়ে কোন পণ্য বা সেবা আমদানীর নিমিত্ত কোন আমদানীকারকের অনুকূলে ঋণপত্র প্রতিষ্ঠা করিয়া থাকেন৷ |
S০৫৭ | S০৫৭.০০ | বিদ্যুত্**বিতরণকারী**: ব্যাখ্যা**:** “বিদ্যুত্ বিতরণকারী” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদিত অথবা ক্রীত অথবা অন্য যে কোন উপায়ে প্রাপ্ত বিদ্যুত্ সরাসরি ভোক্তার নিকট পণের বিনিময়ে সরবরাহ করেন৷”; |
(১৭) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত তৃতীয় তফসিল প্রতিস্থাপিত হইবে৷ (১৮) জাতীয় রাজস্ব বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রজ্ঞাপনে উল্লিখিত তারিখে, দফা (১৭) দ্বারা প্রতিস্থাপিত তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের তৃতীয় তফসিলে বর্ণিত তৃতীয় তফসিল প্রতিস্থাপন করিতে পারিবে৷ |