Date of Publication: [ ৯ জানুয়ারি, ২০২৫ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ The Excises and Salt (Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন

২।  The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর “SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর- (ক) Para (a) এ উল্লিখিত “Taka 300 (three hundred)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে “Taka 700 (seven hundred)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং (খ) Para (b) এ উল্লিখিত “Taka 3000 (three thousand)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে “Taka 4000 (four thousand)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.