Preamble
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহপূরণকল্পে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ (২০০৪ সনের ৩০ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম (long title) এবং প্রস্তাবনা এর সংশোধন
২। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ (২০০৪ সনের ৩০ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনাম (long title) এবং প্রস্তাবনায় উল্লিখিত “দফা এবং চতুর্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে “দফার” শব্দ প্রতিস্থাপিত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ২ এর সংশোধন
৩। উক্ত আইনের ধারা ২ এর দফা (ফ) এ উল্লিখিত “দফা এবং, প্রযোজ্য ক্ষেত্রে, সংবিধানের চতুর্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের” শব্দগুলি, কমাগুলি ও সংখ্যার পরিবর্তে “দফার” শব্দ প্রতিস্থাপিত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ৩ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ৩ এর— (ক) উপ-ধারা (২) বিলুপ্ত হইবে; (খ) উপ-ধারা (৭) এ উল্লিখিত “এবং, ক্ষেত্রমত, এই আইন কার্যকর হইবার তারিখের পরবর্তী পনের কার্যদিবসের মধ্যে” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে; এবং (গ) উপ ধারা (৯) এ উল্লিখিত “, বা ক্ষেত্রমত, (২)” কমাগুলি, শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ৪ এর সংশোধন
৫। উক্ত আইনের ধারা ৪ এর— (ক) উপ-ধারা (৫) এ উল্লিখিত “পঁয়তাল্লিশ” শব্দের পরিবর্তে “পঞ্চাশ” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৬) এ উল্লিখিত “পঁয়তাল্লিশ” শব্দের পরিবর্তে “পঞ্চাশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ৫ এর সংশোধন
৬। উক্ত আইনের ধারা ৫ এর উপ ধারা (৪) বিলুপ্ত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ৬ এর সংশোধন
৭। উক্ত আইনের ধারা ৬ এর- (ক) উপ ধারা (১) এ উল্লিখিত “(১)” সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত হইবে; এবং (খ) উপ ধারা (২) বিলুপ্ত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ৯ এর সংশোধন
৮। উক্ত আইনের ধারা ৯ এর- (ক) উপ ধারা (৯) এর দফা (ক) এ উল্লিখিত “দশ হাজার (১০,০০০)” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “বিশ হাজার (২০,০০০)” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ ধারা (৯) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(খ) ইহার সহিত প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি কর্তৃক ব্যাংক ড্রাফ্ট বা পে অর্ডার বা কোন সরকারী ট্রেজারি বা সাব ট্রেজারিতে পূর্বোক্ত অর্থ নির্ধারিত কোডে জমা প্রদানের রসিদ সংযুক্ত না করা হয়। ”।২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ২৭ এর সংশোধন
৯। উক্ত আইনের ধারা ২৭ এ উল্লিখিত “পঁয়তাল্লিশ” শব্দের পরিবর্তে “নব্বই” শব্দ প্রতিস্থাপিত হইবে।২০০৪ সনের ৩০ নং আইনের প্রথম তফসিলের সংশোধন
১০। উক্ত আইনের প্রথম তফসিলের পরিবর্তে নিম্নরূপ প্রথম তফসিল প্রতিস্থাপিত হইবে, যথা:- “প্রথম তফসিল [ধারা ২৮(১) দ্রষ্টব্য ] সংরক্ষিত মহিলা আসনসমূহ আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টন পদ্ধতি আনুপাতিক হারে প্রাপ্ত আসন সংখ্যা (সংরক্ষিত মহিলা আসনের মোট সংখ্যা / সংসদের সাধারণ আসনের মোট সংখ্যা ) × রাজনৈতিক দল বা জোটের মোট আসন সংখ্যা = (৫০/৩০০) × রাজনৈতিক দল বা জোটের মোট আসন সংখ্যা ছক নং-১নং | দলের নাম | আসন | আনুপাতিক হারে প্রাপ্ত আসন সংখ্যা | ভগ্নাংশকে পুর্ণ সংখ্যা/শূন্য সংখ্যা গণনার পর প্রাপ্ত আসন সংখ্যা |
১। | পদ্মা | ২০৩ | ৩৩.৮৩ | ৩৪ |
২। | মেঘনা | ৫৯ | ৯.৮৩ | ১০ |
৩। | যমুনা | ২০ | ৩.৩৩ | ৩ |
৪। | সুরমা | ১৪ | ২.৩৩ | ২ |
৫। | করতোয়া | ৪ | .৬৬ | ১ |
৩০০ | ৫০.০০ | ৫০ |
নং | দলের নাম | আসন | আনুপাতিক হারে প্রাপ্ত আসন সংখ্যা | ভগ্নাংশকে পুর্ণ সংখ্যা/শূন্য সংখ্যা গণনার পর প্রাপ্ত আসন সংখ্যা |
১। | পদ্মা | ১৯৭ | ৩২.৮৩ | ৩৩ |
২। | মেঘনা | ৫৮ | ৯.৬৬ | ১০ |
৩। | যমুনা | ২৭ | ৪.৫ | ৫ |
৪। | করতোয়া | ১৬ | ২.৬৬ | ৩ |
৫। | মধুমতি | ২ | .৩৩ | ০ |
৩০০ | ৫০.০০ | ৫১ |
নং | দলের নাম | আসন | আনুপাতিক হারে প্রাপ্ত আসন সংখ্যা | ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা/শূন্য সংখ্যা গণনার পর প্রাপ্ত আসন সংখ্যা |
১। | পদ্মা | ১০৫ | ১৭.৫ | ১৮ |
২। | মেঘনা | ৫৯ | ৯.৮৩ | ১০ |
৩। | যমুনা | ৫৮ | ৯.৬৬ | ১০ |
৪। | করতোয়া | ২৮ | ৪.৬৬ | ৫ |
৫। | মধুমতি | ১৭ | ২.৮৩ | ৩ |
৬। | ইছামতি | ১৭ | ২.৮৩ | ৩ |
৭। | সুরমা | ১৬ | ২.৬৬ | ৩ |
৩০০ | ৫০.০০ | ৫২ |
নং | দলের নাম | আসন | আনুপাতিক হারে প্রাপ্ত আসন সংখ্যা | ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা/শূন্য সংখ্যা গণনার পর প্রাপ্ত আসন সংখ্যা |
১। | পদ্মা | ১৯৯ | ৩৩.১৬ | ৩৩ |
২। | মেঘনা | ৫৬ | ৯.৩৩ | ৯ |
৩। | যমুনা | ২৫ | ৪.১৬ | ৪ |
৪। | সুরমা | ৮ | ১.৩৩ | ১ |
৫। | করতোয়া | ৫ | ৮৩ | ১ |
৬। | মধুমতি | ৫ | ৮৩ | ১ |
৭। | কর্ণফুলী | ২ | .৩৩ | ০ |
৩০০ | ৫০.০০ | ৪৯ |
Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.