Date of Publication: [ ২৬ জুন, ২০২৩ ]

Preamble

যেহেতু সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন অর্থ আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) Provisional Collection of Taxes Act, 1931 (Act No. XVI of 1931) এর অধীন এই আইনের সপ্তম অধ্যায়ে উল্লিখিত জনস্বার্থে জারীকৃত ঘোষণা সাপেক্ষে, এই আইন ২০২৩ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।

Act No. IV of 1969 এর section 2 এর সংশোধন

২। Customs Act, 1969 (Act No. IV of 1969), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত,এর section 2 এর clause (c) এর পরিবর্তে নিম্নরূপ clause (c) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(c) “ bill of entry” means a bill of entry delivered under section 79 or section 104, and includes, an electronically transmitted bill of entry in such cases and in such manner containing such particulars as the Board may specify;”।

Act No. IV of 1969 এর section 15 এর সংশোধন

৩। উক্ত Actএর section 15 এর clause (g) তে উল্লিখিত “Patents And Designs Act, 1911 (Act No. II of 1911)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি, বন্ধনী ও চিহ্ন এর পরিবর্তে “বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

Act No. IV of 1969 এর section 104 এর সংশোধন

৪। উক্ত Act এর section 104 এর পরিবর্তে নিম্নরূপ section 104 প্রতিস্থাপিত হইবে, যথা:- “104. Clearance of bonded goods for home-consumption.-Any owner of warehoused goods may, at any time within the period of their warehousing under section 98, subject to submission of an ex-bond bill of entry in such form and manner and containing such particulars as the Board may direct, to the Commissioner of Customs (Bond) or any other Commissioner of Customs authorised by the Board, clear such goods for home-consumption by paying- (a) the duty assessed on such goods under the provisions of this Act; and (b) all rent, penalties, interest and other charges payable in respect of such goods : Provided that necessary permission shall be taken from Commissioner of Customs (Bond) or any other Commissioner of Customs authorised by the Board fifteen days in advance in case of special bonded warehouse for special purposes to be determined by the Commissioner of Customs (Bond) or any other Commissioner of Customs authorised by the Board.”।

Act No. IV of 1969 এর section 114 এর সংশোধন

৫। উক্ত Act এর section 114 এর- (ক) sub-section (1) এর পরিবর্তে নিম্নরূপ sub-section (1) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(1) A register shall be kept of all bonds entered into for customs-duties on warehoused goods, and entry shall be made for all goods irrespective of duty paid or not in separate manner in such register of all particulars required by section 113 to be specified, or in the case of Special Bonded warehouse entry shall be made in a register to be prescribed by the Commissioner of Customs (Bond) or any other Commissioner of Customs authorised by the Board.”; (খ) sub-section (2) এর পর নিম্নরূপ নূতন sub-section (3) সংযোজিত হইবে, যথা:- “(3) Any owner of a bonded warehouse or a special bonded warehouse shall make entry of the particulars of goods purchased from local market or imported by payment of duties and taxes into the register as prescirbed by the Commissioner of Customs (Bond) or any other Commissioner of Customs authorized by the Board.”।

Act No. IV of 1969 এর section 196 এর সংশোধন

৬। উক্ত Act এর section 196 এর sub-section (2) এর clause (c) এর পরিবর্তে নিম্নরূপ clause (c) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(c) he is ‍an Additional District Judge.”।

Act No. IV of 1969 এর FIRST SCHEDULE এর প্রতিস্থাপন

৭। উক্ত Act এর FIRST SCHEDULE এর পরিবর্তে এই আইনের তফসিল-১ এ উল্লিখিত “FIRST SCHEDULE” (পৃথকভাবে মুদ্রিত) প্রতিস্থাপিত হইবে। [The Customs Act, 1969 (Act No. IV of 1969), অতঃপর Customs Act বলিয়া উল্লিখিত, এর FIRST SCHEDULE এ নিম্নলিখিত সংশোধনীগুলি অন্তর্ভুক্ত হইবে:]  (১) 79 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 27.09 এর আওতাভুক্ত কলাম (2) তে বর্ণিত H.S. Code “2709.00.00” এর বিপরীতে কলাম (5) এ উল্লিখিত “BDT 1117 per Barrel” শব্দসমূহ ও সংখ্যাসমূহের পরিবর্তে “5%” সংখ্যা ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে। (2) 79, 80 ও 81 নং প্রষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 27.10 এবং উহার আওতাভুক্ত কলাম (2), (3), (4), (5) ও (6) তে উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নবর্ণিত  Heading 27.10 এবং উহার আওতাভুক্ত কলাম (2), (3), (4), (5) ও (6) তে উল্লিখিত এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে।
“27.10Petroleum oils and oils obtained from bituminous minerals, other than crude; preparation not  elsewhere  specified or included, Containing by weight 70% or more of petroleum oils or of oils obtained from bituminous minerals, these oils being the basic constituents of the preparation; waste oils.
-Petroleum oils and oils obtained from bituminous minerals (other than crude) and preparations not elsewhere specified or included, containing by weight 70% or more of petroleum oils or of oils obtained from bituminous minerals, these oils being the basic constituents of the preparations, other than those containing biodiesel and other than waste oils:
—     Light oils and preparations :
---    Motor spirit, including aviation spirit :
2710.12.11---Motor spirit of H.B.O.C Type110% Free
2710.12.19---Other motor spirits, including aviation spirit110% Free
2710.12.20---Spirit type Jet fuel110% Free
---Other lights oils and preparation :
2710.12.31---White spirit110% Free
2710.12.32---Naphtha110% Free
2710.12.39---Other125% Free
Kerosene, including kerosene type jet fuels :
2710.12.41J.P.I kerosene type jet fuels110% Free
2710.12.42----   J.P.4 kerosene type jet fuels110% Free
2710.12.42----   J.P.4 kerosene type jet fuels110% Free
2710.12.43----   Other kerosene type jet fuels110% Free
2710.12.49----   Other kerosene110% Free
2710.12.50----   Other medium oils and preparations125% Free
----   Gas oils :
2710.12.61----   Light diesel oils110% Free
2710.12.62----   High speed diesel oils110% Free
2710.12.69----   Other125% Free
----   Other :
----   Fuel oils :
2710.19.11----   Furnace oil110% Free
2710.19.19----   Other :125% Free
----   Base oils :
2710.19.21----   Base oil imported in bulk by industrial IRC holder VAT compliant pertroleum products processing or lube blending industrykg5% Free
2710.19.22----   Recycled lube base oilkg25% Free
2710.19.29----   Otherkg25% Free
----   Lubricating oils :
2710.19.31----   Lubricating oil, that is oil such as is not ordinarily used for any other purpose than lubrication, excluding, any mineral oil which has is flashing point below 220oF by Abel’s close testkg15% Free
2710.19.32----   Recycled Lubricating oilkg25% Free
2710.19.39----   Otherkg25% Free
----   Heavy normal paraffin :
2710.19.41----   In drumkg15% Free
2710.19.49----   Otherkg15% Free
----   Liquid paraffin :
2710.19.51----   In drumkg15% Free
2710.19.59----   Otherkg15% Free
----   Other paraffin :
2710.19.61---    In drumkg15% Free
2710.19.69---- Otherkg15% Free
---    Transformer oil :
2710.19.71---- In drumkg10%Free
2710.19.79---- Otherkg10%Free
---    Greases (mineral) :
2710.19.81---- Wrapped/canned up to 2.5kgkg25%Free
2710.19.89---- Otherkg25%Free
---    Other heavy oil and preparation :
2710.19.91---- Mineral oil which has its flashing point at or above 200°F and is ordinarily used for the batching at jute of other fibrekg15%Free
2710.19.92---- Mineral oil for the manufacture of insecticideskg5%Free
2710.19.93----  Partly refined petroleum including topped crudeskg25%Free
2710.19.99---- Otherkg25%Free
2710.20.00-      Petroleum oils and oils obtained from bituminous minerals (other than crude) and preparations not elsewhere specified or included, containing by weight 70 % or more of petroleum oils or of oils obtained from bituminous minerals, these oils being the basic constituents of the preparations, containing biodiesel, other than waste oils -      Waste oils :kg10%Free
2710.91.00—     Containing polychlorinated biphenyls (PCBs), polychlorinated terphenyls (PCTs) or polybrominated biphenyls (PBBs)kg25%Free
2710.99.00—     Otherkg25% Free”

আয়কর

৮। (১) উপ-ধারা (৩) এর বিধানাবলি সাপেক্ষে, ২০২৩ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর প্রথম অংশে নির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে। (২) যে সকল ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সপ্তম তফসিল প্রযোজ্য হইবে (লটারি আয় সংক্রান্ত), সেই সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত তফসিল অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করহার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে। (৩) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর অংশ ৭ অনুসারে কর কর্তনের নিমিত্ত এই আইনের তফসিল-২ এ (করহার সংক্রান্ত) বর্ণিত হার ২০২৩ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ এবং ২০২৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য বৎসরের জন্য প্রযোজ্য হইবে। (৪) এই ধারায় এবং এই ধারার অধীন আরোপিত করহারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয়” অর্থ আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর বিধান অনুসারে নিরূপিত মোট আয়। (৫) কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এনজিওতে সেবা গ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিগণের সেবাস্থলে গম্যতার ক্ষেত্রে এবং সেবা প্রদানে দেশে বলবৎ আইনি বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখিলে ২০২৩ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ করবর্ষ হইতে উক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য করের ৫% (পাঁচ শতাংশ) অতিরিক্ত কর ধার্য করা হইবে। (৬) কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অন্যূন ১০% (দশ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) জনের অধিক কর্মচারী প্রতিবন্ধী ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগ করিলে উক্ত করদাতাকে প্রদেয় করের ৫% (পাঁচ শতাংশ) অথবা প্রতিবন্ধী ব্যক্তি-কর্মচারীগণের পরিশোধিত মোট বেতনের ৭৫% (পঁচাত্তর শতাংশ), যাহা কম, কর রেয়াত প্রদান করা হইবে। (৭) কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের ১০% (দশ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) জনের অধিক কর্মচারী তৃতীয় লিঙ্গের ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগ করিলে উক্ত করদাতাকে প্রদেয় করের ৫% (পাঁচ শতাংশ) অথবা তৃর্তয় লিঙ্গের কর্মচারীগণের পরিশোধিত মোট বেতনের ৭৫% (পঁচাত্তর শতাংশ), যাহা কম, কর রেয়াত প্রদান করা হইবে।

সারচার্জ

৯। আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর আওতায় ২০২৩ সালের ১ জুলাই হইতে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর দ্বিতীয় অংশে ও তৃতীয় অংশে নির্দিষ্ট হারে অনুযায়ী সারচার্জ ধার্য হইবে।

২০০৩ সনের ৫ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম ও প্রস্তাবনার সংশোধন

১০। ভ্রমণ কর আইন, ২০০৩ (২০০৩ সনের ৫ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনাম ও প্রস্তাবনায় উল্লিখিত “বাংলাদেশ হইতে” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ অথবা বাংলাদেশ হইতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০০৩ সনের ৫ নং আইনের ধারা ২ এর সংশোধন

১১। উক্ত আইনের ধারা ২ এর দফা (চ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (চ) প্রতিস্থাপিত হইবে, যথা :- চ) “ভ্রমণ কর কর্তৃপক্ষ” অর্থ আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৪ এ বর্ণিত আয়কর কর্তৃপক্ষ।”।

২০০৩ সনের ৫ নং আইনের ধারা ৩ এর সংশোধন

১২। উক্ত আইনের ধারা ৩ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৩৷ ভ্রমণ কর আরোপ ও আদায়।-(১) বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ এবং বাংলাদেশ হইতে আকাশ, স্থল কিংবা জল পথে অন্য কোনো দেশে গমনের ক্ষেত্রে যাত্রী প্রতি নিম্নবর্ণিত টেবিলে উল্লিখিত হারে ভ্রমণ কর আরোপ ও আদায় করা যাইবে, যথা:- টেবিল
ক্রমিক নংভ্রমণের ধরণকরের পরিমাণ
(১)(২)(৩)
১।আকাশ পথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান গমনের ক্ষেত্রে৬,০০০ ( ছয় হাজার) টাকা
২।আকাশ পথে সার্কভুক্ত কোনো দেশে গমনের ক্ষেত্রে২,০০০ (দুই হাজার) টাকা
৩।আকাশ পথে অন্য কোনো দেশে গমনের ক্ষেত্রে৪,০০০ (চার হাজার) টাকা
৪।আকাশ পথে দেশের অভ্যন্তরে গমনের ক্ষেত্রে২০০ (দুই শত) টাকা
৫।স্থল পথে যেকোনো দেশে গমনের ক্ষেত্রে১,০০০ (এক হাজার) টাকা
৬।জল পথে যেকোনো দেশে গমনের ক্ষেত্রে১,০০০ (এক হাজার) টাকা
তবে শর্ত থাকে যে, ১২ (বারো) বৎসর পর্যন্ত বয়সের যাত্রীদের ক্ষেত্রে টেবিলে উল্লিখিত হারের অর্ধেক হারে কর আরোপ ও আদায় করা হইবে। (২) ভ্রমণ কর আদায়ের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত পদ্ধতিতে আদায়কৃত ভ্রমণ কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে। (৪) ভ্রমণ কর আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থা আদায়কৃত ভ্রমণ কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে ব্যর্থ হইলে, যে পরিমাণ ভ্রমণ কর সরকারি কোষাগারে জমা প্রদানে ব্যর্থ হইবে সেই পরিমাণ ভ্রমণ কর এবং উহার উপর মাসিক শতকরা ২% (দুই শতাংশ) হারে জরিমানা উক্ত ব্যক্তি বা সংস্থার নিকট হইতে আদায়যোগ্য হইবে। (৫) উপ-ধারা (৪) এর অধীন জরিমানা আদায়ের আদেশের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট উহা পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবেন। (৬) উপ-ধারা (৫) এর অধীন আবেদন পত্র প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উহা নিষ্পত্তি করিবে এবং এই ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।”।

২০০৩ সনের ৫ নং আইনের ধারা ৩ক এর সংশোধন

১৩। উক্ত আইনের ধারা ৩ক-তে উল্লিখিত “উপ-ধারা (৫)” শব্দ, চিহ্ন, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “উপ-ধারা (৩)” শব্দ, চিহ্ন, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

২০০৩ সনের ৫ নং আইনের ধারা ৪ এর সংশোধন

১৪। উক্ত আইনের ধারা ৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৪। অব্যাহতি।-(১) ধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত যাত্রীগণ এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর হইতে অব্যাহতি পাইবেন, যথা:- ক) ৫ পাঁচ) বৎসর বা তাহার চেয়ে কম বয়সের কোনো যাত্রী; খ) হজ্ব পালনের জন্য সৌদি আরবে গমনকারী ব্যক্তি; গ) অন্ধ ব্যক্তি বা ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্র্যাচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি; ঘ) জাতিসংঘের কর্মকর্তা ও তাঁহাদের পরিবারের সদস্যগণ; ঙ) বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন সদস্য ও তাঁহাদের পরিবারের সদস্যগণ; চ) বাংলাদেশে কর্মরত বিশ্বব্যাংক, জার্মান কারিগরি সংস্থা এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর স্টাফ ও তাঁহাদের পরিবারের সদস্যগণ; ছ) বিমানে কর্তব্যরত ক্রু এর সদস্য; জ) বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাহারা ৭২ বাহাত্তর) ঘন্টার অধিক সময় বাংলাদেশে অবস্থান করিবেন না; ঝ) যে কোনো বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশি নাগরিক যিনি বিনা ভাড়ায় অথবা হ্রাসকৃত ভাড়ায় বিদেশ গমন করিবেন। (২) জাতীয় রাজস্ব বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোনো ব্যক্তি বা ব্যক্তি শ্রেণিকে এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

১৫। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (১৮ক) এর উপ-দফা (ঘ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (ঘ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ঘ) যানবাহন ক্রয়, ভাড়া ও লিজ গ্রহণ;”; (খ) দফা (২০) এ উল্লিখিত “মূল্য সংযোজন কর” শব্দগুলির পরিবর্তে “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (২৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৯) প্রতিস্থাপিত হইবে, যথা :- “(২৯) “কর ভগ্নাংশ” অর্থ নিম্নবর্ণিত ভগ্নাংশ, যথা : R/১০০+ R যেইক্ষেত্রে, R অর্থ ধারা ১৫ (৩) এ উল্লিখিত মূসক হার;”; (ঘ) দফা (৬৩) এর উপ-দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দটি বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন উপ-দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:- (জজ) কোন ব্যক্তি কর্তৃক নিযুক্ত মূসক পরামর্শক; বা”; এবং (ঙ) দফা (৮২) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৮২) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৮২) “রপ্তানি” অর্থ বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার বাহিরে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন সরবরাহ এবং প্রচ্ছন্ন রপ্তানিও উহার অন্তর্ভুক্ত হইবে;”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২৪ এর সংশোধন

১৬। উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (১০) এর দফা (ক) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দের পরিবর্তে “এবং” শব্দ প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৬ এর সংশোধন

১৭। উক্ত আইনের ধারা ৪৬ এর- (ক) উপ-ধারা (১) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(খ) যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা কর্তৃক দাখিলপত্রে উক্ত সেবার বিপরীতে প্রদেয় উৎপাদ কর ধারা ২০অনুসারে পৃথকভাবে প্রদর্শন না করা হয়;” এবং (খ) উপ-ধারা (৩) এর দফা (চ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (চ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(চ) গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিলের বিপরীতে ব্যাংক, মোবাইল ব্যাংকিংসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইনভয়েস, যাহা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, চালানপত্র হিসাবে গণ্য হইবে।”

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৭ এর সংশোধন

১৮। উক্ত আইনের ধারা ৪৭ উপ-ধারা (৩) এ উল্লিখিত “T হইল কোন কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত সকল করযোগ্য সরবরাহের মূল্য;” অক্ষর, শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “T হইল কোন কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ধারা ৪৬ এর অধীনে উপকরণ কর রেয়াত প্রাপ্ত হয় এইরূপ সকল সরবরাহের মূল্য;” অক্ষর, শব্দগুলি, সংখ্যা ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৬৯ এর সংশোধন

১৯। উক্ত আইনের ধারা ৬৯ এর
উপ-ধারা (১) এর দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) এবং (ঘ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(গ) উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতির ফলে (যে অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে ধারা ৬৮ এর উপ-ধারা (২) প্রযোজ্য নহে) নিয়মিতভাবে অতিরিক্ত উপকরণ কর রেয়াতের উদ্ভব হয়; (ঘ) উক্ত ব্যক্তি কর্তৃক পণ্য রপ্তানির বিপরীতে আমদানি পর্যায়ে উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক হ্রাসকারী সমন্বয়যোগ্য হয় এবং উক্ত ব্যক্তি কর্তৃক স্থানীয় সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহ না করা হয়।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৩ এর সংশোধন

২০। উক্ত আইনের ধারা ৭৩ এর উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(২ক) উপ-ধারা (১) ও উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, যে কারণে উক্ত কর নির্ধারণ পরিস্থিতির উদ্ভব হইয়াছে উহাতে ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকির উপাদান থাকিলে ধারা ৮৫ অনুযায়ী জরিমানা আরোপের বিষয়টি কর-নির্ধারণ সংক্রান্ত প্রাথমিক কারণ দর্শানো নোটিশে অন্তর্ভুক্ত করা যাইবে এবং উক্ত নোটিশ চূড়ান্তকরণের মাধ্যমে কর নির্ধারণ চূড়ান্ত করিবার পাশাপাশি জরিমানা আরোপের বিষয়টিও চূড়ান্ত করা যাইবে।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮৫ এর সংশোধন

২১। উক্ত আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪) ধারা ৮৬ এ উল্লিখিত মূসক কর্মকর্তা জরিমানা আরোপের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে, উপ-ধারা (১) এর সারণীর (১) নং কলামের ক্রমিক নং (চ) এর ক্ষেত্র ব্যতীত, ধারা ৭৩ অনুযায়ী প্রদানকৃত কারণ দর্শানো নোটিশের মাধ্যমে বা পৃথক নোটিশের মাধ্যমে শুনানীর সুযোগ প্রদান করিবেন।”

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮৬ এর সংশোধন

২২।  উক্ত আইনের ধারা ৮৬ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর সারণীর পরিবর্তে নিম্নরূপ সারণী প্রতিস্থাপিত হইবে, যথা:- “**সারণী**
ক্রমিক নংকর্মকর্তাক্ষমতা
(১)(২)(৩)
(ক)কমিশনারপণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ১ (এক) কোটি টাকার অধিক হইলে;
(খ)অতিরিক্ত কমিশনারপণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১ (এক) কোটি টাকা হইলে;
(গ)যুগ্ম কমিশনারপণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা হইলে;
(ঘ)উপ-কমিশনারপণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হইলে;
(ঙ)সহকারী কমিশনারপণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা হইলে;
(চ)রাজস্ব কর্মকর্তাপণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে:

২০১২ সনের ৪৭ নং আইনের প্রথম তফসিলের সংশোধন

২৩। উক্ত আইনের প্রথম তফসিল এর দ্বিতীয় খন্ড এর অনুচ্ছেদ ৭ এর দফা (ঘ) বিলুপ্ত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন

২৪। উক্ত আইনের দ্বিতীয় তফসিল এর- ক) টেবিল-১ এর পরিবর্তে নিম্নরূপ টেবিল-১ প্রতিস্থাপিত হইবে, যথা :-

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.