৫। উক্ত আইনের ধারা ২ এর-(ক) উপ-ধারা (৮) এ দুইবার উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(খ) উপ-ধারা (১৫) এ দুইবার উল্লিখিত “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে;(গ) উপ-ধারা (১৮) এ উল্লিখিত “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং(ঘ) উপ-ধারা (১৯) এ দুইবার উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে।
৭। উক্ত আইনের ধারা ৫ এর-(ক) উপ-ধারা (১০) এ উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(খ) উপ-ধারা (১৩) এ উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে।
৯। উক্ত আইনের ধারা ১০ এর-(ক) উপান্তটীকায় উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ঘ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ঙ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(চ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ এবং “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১০। উক্ত আইনের ধারা ১১ এর-(ক) উপান্তটীকায় উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(খ) উপ-ধারা (১)-(অ) এ উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ এবং “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(আ) এর শর্তাংশে উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “কে, ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “ কেন, উপাচার্য আচার্যের” শব্দগুলি ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং(ঘ) উপ-ধারা (৩)-(অ) এ দুইবার উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ, তিনবার উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ এবং “প্রো-ভাইস-চ্যান্সেলরগণের” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্যগণের” শব্দ ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং(আ) এর শর্তাংশে দুইবার উল্লিখিত “প্রো-ভাইস চ্যান্সেলরের” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “উপ-উপাচার্যের” শব্দ ও চিহ্ন, “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন এবং “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১১। উক্ত আইনের ধারা ১২ এর-(ক) উপান্তটীকায় উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে;(খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ এবং “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ঘ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ঙ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “ভাইস-চ্যুান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(চ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ছ) উপ-ধারা (৬) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(জ) উপ-ধারা (৭) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ঝ) উপ-ধারা (৮) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ঞ) উপ-ধারা (৯) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে;(ট) উপ-ধারা (১০) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ এবং “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে;(ঠ) উপ-ধারা (১১) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচাযের্র” শব্দ এবং “কারিবেন” শব্দের পরিবর্তে “করিবেন” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(ড) উপ-ধারা (১২) এ দুইবার উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ এবং দুইবার উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১২। উক্ত আইনের ধারা ১৩ এর-(ক) উপান্তটীকায় উল্লিখিত “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে;উপ-ধারা (১) এ উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ এবং “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন এবং “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে;
১৩। উক্ত আইনের ধারা ১৪ এর-(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “চ্যান্সেলরকে” শব্দের পরিবর্তে “আচার্যকে” শব্দ এবং “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “আচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে।
১৭। উক্ত আইনের ধারা ২০ এর-(ক) উপ-ধারা (১) এর উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে;(খ) উপ-ধারা (২) এর-(অ) দফা (ঞ) তে উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে;(আ) দফা (ট) তে উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(ই) দফা (ণ) তে উল্লিখিত “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে;
১৯। উক্ত আইনের ধারা ২২ এর-(ক) উপ-ধারা (৩) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং(খ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে।
২৮। উক্ত আইনের ধারা ৪৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষিত হইবে” শব্দগুলির পরিবর্তে “ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক নিবন্ধিত চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম দ্বারা এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক দ্বারা নিরীক্ষিত হইবে” শব্দগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।
৩০। উক্ত আইনের ধারা ৪৮ এ উল্লিখিত “ভাইস চ্যান্সেলর” শব্দের পরিবর্তে “উপাচার্য” শব্দ এবং দুইবার উল্লিখিত “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে “আচার্যের” শব্দ প্রতিস্থাপিত হইবে।